ইউক্রেনে যুদ্ধের মধ্যেই মিসর গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল শনিবার মিসর সফরে যান তিনি। আজ রোববার সকালে ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলে জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গেও সের্গেই ল্যাভরভ সাক্ষাত করবেন বলে জানা গেছে।

জানা গেছে, মিসরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি করপোরেশন রোসাটম মিসরের প্রথম পারমাণবিক প্ল্যান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে। ১৯৭০ সালে নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের পর রাশিয়ার ও মিসরের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রকল্প।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন মিত্রের খোঁজ করছে মস্কো। খবর: আল-জাজিরা