সাহিত্য জগতের জীবন্ত কিংবদন্তি কবি হারুন রাশিদ, একজন কবি যখন সবার জন্য লেখে যার লেখা পড়ে পাঠক যখন ভাববে এটা আমার জন্য লেখা বা আমার লেখা উচতি ছিলো তখনই কবি সার্থক হয়ে উঠে। তার বই গুলো পড়তে পারেন ভালো লাগবে। বই গুলো পাওয়া যাচ্ছে ১৩ নং প্যাভেলিয়ান শোভা প্রকাশনী।

চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

গতবছর বইমেলা শেষ হওয়ার পরপরই শুরু হয় মহামারি করোনাভাইরাস সংক্রমণ। সংক্রমণ কমে আসলেও টানা কয়েকদিন ধরে এই সংক্রমণ বাড়ছে। সব শঙ্কা ছাপিয়ে এবার গতবারের চেয়ে দেড় মাস পিছিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার শিক্ষার্থীদের মনে পাঠের খোরাক জোগাবে বইমেলা। তাই মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীর বেশে মেলা প্রাঙ্গণ ঘুরে যাচ্ছেন পাঠকরা। পাঠকের পদচারণায় আনন্দের দোলা দিচ্ছে প্রকাশকের মনে।