বাংলাপোস্ট২৪:

আফ্রিকার দেশ সোমলিয়ার আইনমন্ত্রী খলিফ মুমিন তোহো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানান, ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাবে হুসেইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এতে বলা হয়, একদিন আগেই রাজ্যটির রাজধানী জওহরে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর সোমালিয়ার রাজধানী মগাদিশুর মারটিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এর আগে গত বুধবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় সোমালিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

সূত্র:ইত্তেফাক