বাংলাপোস্ট২৪:
বাংলাদেশে আজও করোনাভাইরাস রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে চারশো জন। গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৪ জন শনাক্ত হয়েছেন।
সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩৩৮২।
গত ২৪ ঘন্টায় আরো নয় জন মারা গেছেন বাংলাদেশে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন মৃতের সরকারি সংখ্যা ১১০ জন।
সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন পুরুষ, মহিলা চারজন।
সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৩, চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্য আছেন ৩ জন।
এ পর্যন্ত ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২৯৭৪ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত ২৯৫৭৮ জন মানুষ করোনাভাইরাসের টেস্ট হয়েছে।
করোনাভাইরাস সংক্রান্ত দৈনিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
চব্বিশ ঘণ্টায় ৮৯ জন নতুন করে আইসোলেশনে এসেছেন।
৭৬৫ জন এ পর্যন্ত আইসোলেশনে ছিলেন।
৫৭৯ জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।
সূত্র:বি বি সি বাংলা