গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পরার পর থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মোট ৩ লাখ ৫০ হাজার ৪৫৬ জনের মৃত্যু এবং ৫৫ লাখ ৮৯ হাজার ৬২৪ জন আক্রান্ত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তালিকার তথ্য এটি।

সর্বশেষ এই হিসাবে আক্রান্তের সংখ্যা একমাসের মধ্যে দ্বিগুণ হয়েছে, এরমধ্যে তিনদিনের কম সময়ে বিশ্বব্যাপী নতুন করে ২ লাখ ৫০ হাজার লোক আক্রান্ত হয়েছে।

সরকারি কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নেয়া আক্রান্তের এই হিসাব আংশিক, অনেক দেশেই সিমটম অথবা গুরুতর অসুস্থ হলেই কেবল টেস্ট করা হয়।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৯৬ হাজার ৪৭৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৬১ হাজার ৬৯১ জন করোনা আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বৃটেনে ৩৬ হাজার ৬৭৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন, ইতালিতে মৃত্যু ৩২ হাজার ৭৩৫ জন আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন, স্পেনে মৃত্যু ২৮ হাজার ৬৭৮ জনের আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন, ফ্রান্সে মৃত্যু ২৮ হাজার ৩৩২ জনের আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জন।