অনলাইন ডেস্কঃ
কাবুলে মার্কিন হামলা; ৬ শিশুসহ প্রাণ গেল ৯ জনের
আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ছয় শিশুসহ নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
রবিবার কাবুলের ঘনবসতিপূর্ণ ‘খাজে বুঘরা’ এলাকায় হামলায় এ প্রাণহানি ঘটে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, রবিবার রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় আইএস জঙ্গি সন্দেহে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়।
এই হামলায় ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে ১ জন নিহতের খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এই হামলায় সমালোচনার ঝড় উঠেছে।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে আইএস খোরাসান শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১৭০ জন নিহত হয়।
সূত্রঃ বিডি-প্রতিদিন