কুষ্টিয়া জেলায় এক দিনে নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮৯। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্ত ৪৪ জনের মধ্যে কুষ্টিয়া পৌরসভারই ২৫ জন। জেলায় মোট কোভিড রোগী হলো ৭৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৬৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭২ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন।
কুষ্টিয়া জেলায় এক দিনে নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮৯। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্ত ৪৪ জনের মধ্যে কুষ্টিয়া পৌরসভারই ২৫ জন। জেলায় মোট কোভিড রোগী হলো ৭৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৬৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭২ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন।
এদিকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভার ১৩ দিনের লকডাউন কাল বুধবার শেষ হচ্ছে। এই লকডাউনের মধ্যে ভেড়ামারায় সংক্রমণ কমলেও বেড়েছে কুষ্টিয়া পৌর এলাকায়।
জেলা সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া পৌর এলাকার অবস্থা খারাপ। এখানে করোনা রোগী বেড়েই চলেছে। তাই লকডাউন আরও বাড়ানো গেলে রোগী কমার সম্ভাবনা আছে।