অনলাইনডেস্ক:
কুষ্টিয়া শহরে চোরের উপদ্রুপ বেড়েছে। রেহায় পাচ্ছেনা মসজিদের তারও। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর জামে মসজিদের তার চুরি হয়েছে রাতে।
শহরের প্রাণকেন্দ্র হাইওয়ের সাথে, ডিসি কোর্টের অদূরে যদি চুরি হয় তাহলে অন্যান্য এলাকার কি অবস্থা?
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা দুর্যোগের মধ্যেও থেমে নেই চুরি। মসজিদের তার চুরি বিগত সময়ে কখনও ঘটেনি। অথচ মসজিদে চুরি হলো? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সম্প্রতি পূর্ব মজমপুর সাদ্দাম বাজারে ট্রাক লোড করে দোকানের তালা ভেঙে ভয়াবহ চুরি হয়। এখানে এক ইবি কর্মকর্তার বাড়িতে একাধিকবার দুর্ধর্ষ চুরি হয়।
সেই চুরির ঘটনায় আইন শৃংখলা বাহিনীর কোন তৎপরতা না থাকায় এবার মসজিদে ভয়াবহ চুরি সংঘটিত হলো। আমরা এলাকাবাসী চোরের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছি বলে তারা জানান।