বাংলাপোস্ট২৪:
গতকাল শুক্রবার কুষ্টিয়া ফ্রেন্ডস্ ক্লাব ঢাকা এর পক্ষ হতে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার শুরু থেকেই উক্ত ক্লাব ঢাকায় অবস্থিত অসহায় কুষ্টিয়া পরিবারের জন্য এ মহৎ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় আবারও গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণকালে ক্লাবের সন্মানিত সভাপতি ইলিয়াস আহমেদ (বিপ্লব), সাধারণ সম্পাদক শফিউল আযম শফিক সহ ক্লাবের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ মহতি কাজ সম্পর্কে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় বিএমএফ নিউজকে বলেন যে,যে সকল সদস্য করোনাকালে অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ক্লাবের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল কুষ্টিয়ান পরিবার ঈদ উপহার গ্রহণ করেছেন সবাই মোবাইল করে, মেসেজ দিয়ে ধন্যবাদ ও দোয়া করেছেন কুষ্টিয়া ফ্রেন্ডস্ ক্লাব ঢাকা এর সকল সদস্যদের জন্য। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই।