বাংলাপোস্ট২৪: 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় আগামীকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আজকের পর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ থাকবে। বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা ও রিজেন্টের কুয়ালালামপুরগামী ফ্লাইটও বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ থেকে মালিন্দো ও এয়ার এশিয়ার ফ্লাইটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন জানান, বিমানের কুয়ালালামপুরগামী আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইট বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে। এ জন্য যাত্রীদের নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই কাউন্টারে পৌঁছাতে অনুরোধ করেন তিনি।

বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট।