বাংলাপোস্ট ডেস্কঃ
আজ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ মাগরিব খেলাফত মজলিস হাজারীবাগ থানার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। শাখা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালীর সভাপিত্বে ও দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহসভাপতি মাওলানা নুরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, কামরাঙ্গীরচর থানার সভাপতি মাওলানা জাফর আহমদ প্রমুখ। সভায় আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয় এবং প্রায় ২০ জন প্রাথমিক সদস্য ভাইকে কর্মী ঘোষণা করা হয়েছে।