কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ৫ জন নতুন করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৬ জন। বুধবার বিকাল ৪ টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সনাক্তদের মধ্যে মিরপুরে ১, ভেড়ামারায় ১, কুমারখালী ২ এবং কুষ্টিয়ার আইসোলেশনে চিকিৎসাধীন ১ জনের দেহে কোভিড সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জনই স্বাস্থ্যকর্মী। পুরুষ ২ জন ও নারী ৩ জন
এ ছাড়াও ঢাকা থেকে আসা ২ জন রোগী কুষ্টিয়া আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে ।