নতুন গর্ভপাত আইন চালু হয়েছে পোল্যান্ডে। আর তারপরেই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হাজারো মানুষ।পোল্যান্ডে গর্ভপাত কার্যত নিষিদ্ধ করে নতুন আইন চালু করা হয়েছে। ধর্ষণ বা মায়ের জীবন সংশয় হলেই শুধু গর্ভপাত করা যাবে। এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কয়েক হাজার মানুষ। ওয়ারশতে প্রতিবাদের ছবি।প্রতিবাদকারীদের স্লোগান ছিল, ‘আই থিংক, আই ফিল, আই ডিসাইড’, সহজ বাংলায় ‘আমিই ভাবব, আমিই অনুভব করব, আমিই সিদ্ধান্ত নেব’। অর্থাৎ, গর্ভপাতের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মানুষ নেবে, রাষ্ট্র নয়।ওয়ারশ-র রাস্তায় হাতে মশাল নিয়ে নেমেছিলেন প্রতিবাদকারীরা। লাল মশাল। রাতে রাস্তা জুড়ে হাঁটছিলেন তাঁরা। ফলে গাড়ি চলাচল করতে পারেনি।সরকারের এই সিদ্ধান্তকে বলা হচ্ছে, নারীর বিরুদ্ধে যুদ্ধ। পোল্যান্ডের বাম দলের নেত্রী ওয়ান্ডা নাওয়িকা বলেছেন, ক্ষমতাসীন দল নারীর বিরুদ্ধে এই যুদ্ধে জিততে পারবে না।পোল্যান্ডের মানবাধিকার কমিশনও গর্ভপাত আইনের বিরোধিতা করেছে। তাদের মতে, সরকার নারীবিরোধী। এটা এক ধরনের অত্যাচার। প্রতিবাদে সামিল ছিলেন প্রচুর নারী। ওয়ারশর কনস্টিটিউশনাল কোর্টের সামনে প্রতিবাদ জানাচ্ছেন এই নারী।গর্ভপাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ ছিল অভিনব। লাল মশাল তো ছিলই, সেই সঙ্গে ছিল নানা ধরনের পোস্টার ও বাহারি জিনিস।বুধবার প্রায় সারা রাত প্রতিবাদ হয়। গত বছর পোল্যান্ডে দুই হাজারেরও কম গর্ভপাত হয়েছে। ধর্মীয় কারণে অনেক চিকিৎসক গর্ভপাত করাতে চান না। এখন তো আইন করেই তা কার্যত নিষিদ্ধ করা হলো। তারই প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন হাজারো মানুষ।