অনলাইন ডেস্ক :

বাংলাদেশে যেসব যানবাহন লাইসেন্স ও ফিটনেস নবায়ন করবেনা, পাম্পগুলোকে তাদের তেল-গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, বিআরটিএর পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছিলো যে, দেশে প্রায় পাঁচ লাখ যানবাহনের যথাযথ লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন নেই।

এ প্রেক্ষাপটে আদালত তাদের দু মাস সময় দিয়েছিলো।

ওই সময় অতিক্রান্ত হওয়ার পর বিআরটিএ বুধবার আদালতে জানিয়েছে যে, এর মধ্য মাত্র ৮৯২৬৯টি যানবাহন ফিটনেস সার্টিফিকেট নবায়ন করেছে।

মিস্টার মানিক বলেন আদালত লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া তেল ও গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছে।

“পাম্প পরিচালনাকারী এটি নিশ্চিত করবে এবং পুলিশ এটি মনিটর করবে যাতে সার্টিফিকেট প্রদর্শন ছাড়া কেউ তেল গ্যাস না নিতে পারে। তাদের জন্য জ্বালানী বন্ধ থাকবে,” বলছিলেন তিনি।

বাংলাদেশ সময়:১৯৪৫ঘণ্টা, অক্টোবর ২৪,২০১৯
বাংলাপোস্ট২৪/জামিল