করোনা সংকটের প্রথম পর্যায়ে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বর্তমানে সে দেশের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ অ্যামেরিকায় করোনা সংকটের দায় যতটা সম্ভব চীনের উপর চাপানোর চেষ্টা করে চলেছেন তিনি৷ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সংঘাত ও উত্তেজনা বেড়েই চলেছে৷ এমনই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার প্রচ্ছন্ন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷

Saagar Enjeti@esaagar

.@POTUS said this morning we may cutoff all trade with China: “We could cut off the whole relationship. If we did, what would happen? You’d save $500 billion”

ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলার কোনো আগ্রহ তাঁর নেই৷ গত জানুয়ারি মাসে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও সে দেশ যেভাবে করোনা মহামারি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, তার ফলে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন, বলেন ট্রাম্প৷ তাঁর মতে, চীনাদের কখনোই এমনটা হতে দেওয়া উচিত হয়নি৷

Hiro Hamakawa@hiro_hamakawa

“There are many things we could do,” Trump told FOX Business’ Maria Bartiromo Thursday. “We could cut off the whole relationship.”

“Now, if you did, what would happen?,” asked Trump. “You’d save $500 billion if you cut off the whole relationship.”

https://www.foxbusiness.com/politics/trump-on-china-we-could-cut-off-the-whole-relationship …Trump on China: ‘We could cut off the whole relationship’The Trump administration has been mulling avenues to possibly punish or seek financial compensation from China for what it sees as withholding information about the virus. foxbusiness.com1098:19 PM – May 14, 2020Twitter Ads info and privacy83 people are talking about this

চীনের এমন ‘নেতিবাচক’ ভূমিকার প্রতিক্রিয়া হিসেবে অ্যামেরিকার কিছু রাজনীতিক শাস্তিমূলক পদক্ষেপের দাবি করছেন৷ যেমন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে চীনা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করার ডাক দিয়েছেন এক সংসদ৷ সেই সব দাবি সম্পর্কে ট্রাম্প বলেন, অনেক কিছুই করা সম্ভব৷ ‘‘আমরা এমনকি গোটা সম্পর্কই ছিন্ন করতে পারি”, বলেন ট্রাম্প৷ তিনি আরও বলেন, এমনটা করলে অ্যামেরিকার পাঁচ লাখ কোটি ডলার বেঁচে যাবে৷ উল্লেখ্য, চীন থেকে অ্যামেরিকার আমদানির এই আনুমানিক অঙ্ককে ট্রাম্প ‘লস্ট মানি’ বা ‘হারানো অর্থ’ বলে বর্ণনা করেন৷

Patricia M Thornton@PM_Thornton

The Guardian: Trade deal fears after #Trump threat to cut #China ties over #COVID19. “So I make a great trade deal and now I say this doesn’t feel the same to me. The ink was barely dry and the plague came over. And it doesn’t feel the same to me.”https://www.theguardian.com/world/2020/may/15/global-report-trade-deal-fears-after-trump-threat-to-cut-china-ties-over-covid-19?CMP=share_btn_tw …Global report: trade deal fears after Trump threat to cut China ties over Covid-19Brazil passes 200,000 infections; Baltic travel ‘bubble’ begins; pubs reopen in parts of Australiatheguardian.com111:33 AM – May 15, 2020Twitter Ads info and privacySee Patricia M Thornton’s other Tweets

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মনুশিন বলেন, করোনা ভাইরাস সম্পর্কে চীনের আরও অনেক তথ্য দেওয়া উচিত৷ তাঁর মতে, ট্রাম্প চীনের বিরুদ্ধে পদক্ষেপ সম্পর্কে ভাবনাচিন্তা করছেন৷ গোটা প্রশাসন অ্যামেরিকার অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের স্বাস্থ্যের উপর এই ভাইরাসের প্রভাব নিয়ে দুশ্চিন্তায় ভূগছে৷ প্রেসিডেন্ট অর্থনীতি ও অ্যামেরিকার কর্মীদের সুরক্ষার জন্য সব কিছু করবেন, বলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী৷

ForexLive@ForexLive

US Treas Sec Mnuchin: Trump is reviewing all his options on China https://www.forexlive.com/news/!/us-treas-sec-mnuchin-trump-is-reviewing-all-his-options-on-china-20200514 …US Treas Sec Mnuchin: Trump is reviewing all his options on ChinaUS Treasury Secretary Mnuchin See here for global coronavirus case dataforexlive.com93:11 AM – May 15, 2020Twitter Ads info and privacySee ForexLive’s other Tweets

চীন অবশ্য শুরু থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছে৷ করোনা সংকট সম্পর্কে সে দেশ যথেষ্ট স্বচ্ছ মনোভাব দেখিয়েছে বলে দাবি করছে৷ ওয়াশিংটনের লাগাতার অভিযোগের মুখে কোণঠাসা বেইজিংও পালটা অভিযোগ করে চলেছে৷ দুই পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করছে৷

CNN@CNN

Relations between the United States and China have sunk to new lows in the wake of the coronavirus outbreak, with both sides hoping to make political gains by blaming the other for the severity of the crisis https://cnn.it/3cz5Fag US-China tensions didn’t begin with the coronavirus. They’ve been building for yearsRelations between the United States and China have sunk to new lows in the wake of the coronavirus outbreak, with both sides hoping to make political gains by blaming the other for the severity of…edition.cnn.com4761:51 PM – May 14, 2020Twitter Ads info and privacy337 people are talking about this

চীনের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ ছিন্ন করার উদ্যোগকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন৷ বিশেষ করে বর্তমান সংকটের সমাধান করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে তাঁরা মনে করেন৷ তাছাড়া চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে আখেরে মার্কিন অর্থনীতিরই মারাত্মক ক্ষতি হবে বলে অনেকে মনে করিয়ে দিচ্ছেন৷

Emerald Robinson @EmeraldRobinson

Hey look everybody – we’re starting to “consciously uncouple” from China!

Finally. https://www.ft.com/content/115fc14f-4a8a-45da-8688-c59605a5191a?segmentId=b385c2ad-87ed-d8ff-aaec-0f8435cd42d9 …US-China economic decoupling accelerates in first quarter of 2020Coronavirus impact exacerbates chill between countries as investments fall sharplyft.com7645:28 AM – May 12, 2020Twitter Ads info and privacy270 people are talking about this

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)