বাংলাপোস্ট২৪ডেস্ক :

ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এর আগে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, সিলেট পূর্ব জেলা সভাপতি, সেক্রেটারিসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, সিলেট সরকারী আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও কামিল এবং কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করার পাশাপাশি ঢাকা ল’ কলেজে এলএলবিতে অধ্যয়নরত আছেন। তার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়।নতুন মনোনীত সেক্রেটারি জেনারেল এর আগে যথাক্রমে কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক, কেন্দ্রীয় ক্যাম্পাস সম্পাদক, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি, কুষ্টিয়া শহর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।গত ৯ ও ১০ সেপ্টেম্বর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২২ রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।২০ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ২০২২ এর ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।