বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে।সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মজলিস কর্মীদের বিরামহীন প্রচেষ্টা। দ্বীন কায়েমের আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষে সারা ছাত্র সমাজের কাছে সম্মেলনের পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ড ও কুপনসহ বিভিন্ন প্রকাশনা সার্কুলেশন চলছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন ও সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী উক্ত সম্মেলনে সারা দেশের ছাত্রসমাজকে অংশগ্রহণে আওভান জানিয়েছেন ।
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও ইসলামী সমাজ বিপ্লবের প্রতিশ্রুত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠা লাভ করে ১৯৯০ সালের ৫ জানুয়ারি। এক ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সেদিন বন্ধুর পথচলা শুরু করে এই সংগঠন। প্রতিষ্ঠার বছরই সারাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, কলেজ, আলীয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসায় সংগঠন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ছাত্র মজলিস। ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এই সংগঠনের আহ্বান। স্বল্প সময়ে ত্রি-ধারায় বিভক্ত জাতীয় শিক্ষা ব্যবস্থার ছাত্রদের একটি ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে জাতির আশার সঞ্চার করতে সক্ষম হয় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। বিশ্বজাহানের সুমহান প্রতিপালকের ইচ্ছায় দেশের সন্ত্রাসমুক্ত বৃহৎ এই ছাত্র সংগঠনটি তার বন্ধুর পথচলা আজও অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।