কুষ্টিয়া জেলা, শহর, ও ইবি শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা, শহর ও ইবি শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মীশিক্ষা সভা শহরস্থ মজলিস মিলনায়তনে জেলা সভাপতি নাজমুস সাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষাসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মামুন রেজার পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্বববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম খলিল ।
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি আশরাফুল আলম, ইবি শাখা সেক্রেটারি আজিজুল হক, বায়তুলমাল সম্পাদক হা. মামুন, কুষ্টিয়া শহর শাখার বায়তুলমাল সম্পাদক মো: ইউসুফ প্রমূখ।