বাংলাপোস্ট ডেস্ক : ( চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ)
গত ১০ডিসেম্বর ২০১৯ তারিখে মহামান্য হাইকোর্ট “জয় বাংলা” জাতীয় স্লোগান
হিসেবে রাষ্ট্রীয় সকল স্তরে ব্যবহারের মৌখিক নির্দেশ প্রদানের প্রেক্ষিতে ৭ফেব্রুয়ারী/২০২০ শুক্রবার জয় বাংলা
পরিষদের উদ্যোগে একটি আনন্দ শোভা যাত্রা ধানমন্ডি ৩২ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল
হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট
আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহ মনজুরুল হক, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম
মোস্তফা তারা, এএজি এ্যাডভোকেট আলতাফ হোসেন আমানী, সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (SALF) সুপ্রীম
কোর্ট শাখার সভাপতি এ্যাডভোকেট শাহ আলম ইকবাল, এ্যাডভোকেট রায়হান, এ্যাডভোকেট আকমল হোসেন
হিমেল, রাকিব আহম্মেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী
তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, সহ-সম্পাদক বাবলু মোল্লা,
ইমাম হাসান ইমন, ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি আদিল হোসেন, সাধারণ সম্পাদক এসএম আলমগীর
হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জগলুল কবির, এ্যাডভোকেট ইদ্রিস মোল্লা, এ্যাডভোকেট
বিকাশ চন্দ্র দাস, এ্যাডভোকেট নাহিদ, এ্যাডভোকেট মোস্তাফিজ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী
সংসদ সহ অন্যান্য আইনজীবীগন, জয় বাংলা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৮টায় সুপ্রীম কোর্ট বারের সামসুল হক চৌধুরী মিলনায়তনে “জয় বাংলা”
জাতীয় স্লোগান ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ-এর ঐতিহাসিক ভাষণ নিয়ে তরুণদের ভাবনা শির্ষক এক মত
বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান
চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “জয় বাংলা” ও ৭মার্চ
ঐতিহাসিক দিবস ঘোষনার রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক
সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ। উক্ত সভায় বিভিন্ন কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ
অংশ গ্রহন করেন।