প্রাকৃতিক দুর্যোগে হন্ডুরাসের বড় একটা অংশ বিধ্বস্ত৷এরই মাঝে যুক্তরাষ্ট্রে নতুন জীবনের স্বপ্ন দেখছেন কিছু মানুষ৷ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকছেন না- এই ভরসায় তারা এখন বাইডেনের দেশের পথে৷

আশঙ্কা ছাপিয়ে আশার হাতছানি

ইটা্ এবং আয়োটা হারিকেন গুয়াতেমালাতেও আঘাত হেনেছে৷ তারপরও গুয়াতেমালা হয়েই যুক্তরাষ্ট্রে যেতে হবে হন্ডুরাসের এই অভিবাবনপ্রত্যাশীদের৷ পথের কষ্ট, আইনের চোখরাঙানি, করোনায় মৃত্যুর আশঙ্কা সবই তাদের কাছে তুচ্ছ৷ গুয়াতেমালার সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রে গেলেই যে স্বপ্নপূরণ!

আশার আসল কারণ

এক মাস আগেও যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো দুরুহ ছিল৷ তখনও যে ডনাল্ড ট্রাম্প সে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট! অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করছিলেন ট্রাম্প৷কিন্তু নির্বাচনে জিতে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন৷ হন্ডুরাস থেকে হেঁটে দীর্ঘ যাত্রা শুরু করা মানুষগুলোর আশা, বাইডেনের আমলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং অর্থনৈতিকভাবে উন্নত দেশটিতে যাওয়া সহজ হবে৷

নিরুপায় তারা

মাত্র দু সপ্তাহের ব্যবধানে দু-দুটো হারিকেন হানা দিয়েছে হন্ডুরাসে৷ ইটা’র পরপরই আয়োটার আঘাতে প্রাণ ঝরেছে শতাধিক মানুষের, বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি৷ হেঁটে গুয়াতেমালা সীমান্তের দিকে হাঁটতে হাঁটতে হন্ডুরাসের এক টেলিভিশন চ্যানেলকে একজন বলছিলেন, ‘‘আমরা সব হারিয়েছি৷ যুক্তরাষ্ট্রে চলে যাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই৷’’