কবি রশিদ হারুন
ছায়া বিক্রি হয় এই ঢাকা শহরে।

শহরের সব ট্রাফিক সিগন্যালে-
লাল সুঁতোতে ঝুলিয়ে ঝুলিয়ে
ছায়া বিক্রি করে কিছু জন্মান্ধ মানুষ।

সিগন্যালে থেমে যাওয়া গাড়ী থেকে মাথা বের করে-
কিছু ছায়াহীন মানুষ দরদাম করে ছায়া কিনে ব্যাগ ভরে বাড়ী ফিরে খুশি মনে।

আর ফেরিওয়ালা জন্মান্ধ মানুষরা-
সারারাত মুঠো ভরতি অন্ধকার সেলাই করে করে ছায়া বানায়-
পরদিন ট্রাফিক সিগন্যালে বিক্রির জন্য।

ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে থাকা পুলিশটি
আশ্চর্য হয়ে ভাবে,
এতো ছায়াহীন মানুষ থাকে এই ঢাকা শহরে!!
আর শক্ত করে পিচ্ ঢালা রাস্তায়
পা দিয়ে নিজের ছায়াটি আটকে রাখে
এক অজানা ভয়ে।
————————
রশিদ হারুন
৩০/১২/২০১৯

ঢাকা শহর-২
——————
ঢাকা শহরে বুকের জলও বিক্রি হয়।

অ-ঘুমের অভিশাপে পাওয়া কিছু সংসারী মানুষ-
তাদের ঘুম কেনার অর্থ জোগাতে ফেরি করে বুকের জল।
তাদের বুকের মধ্যে রঙবেরঙ এর কলসিতে থরে থরে সাজনো থাকে এই জল।
এই জল বিক্রি হয় মধ্য রাতে জোনাকিদের সংগম কালে।

শহরের প্রতিটি নষ্ট ল্যাম্পপোষ্টের নিচে-
ছিড়ে যাওয়া চাঁদের আলোতে
বুকের জলের ফেরিওয়ালারা বসে যায়।
এই বুকের জল যারা কিনতে আসে-
তারা তাদের শেষ সম্বল বিক্রি করে অর্থ জোগাড় করে।।

ছিড়ে যাওয়া চাঁদের আলোতে এই জলে নিজের মুখ দেখলেই-
মানুষের অ-সংসারী হওয়ার নেশা জাগে।

নেশাগ্রস্ত এই সব মানুষরা-
সারারাত হাঁটতে হাঁটতে শহরের
বাইরে চলে যায়।
তারা একবারও পিছনে ফিরে তাকায়না-
একদিন তারা কবি হবে এই আশায়।
———————
রশিদ হারুন
৩০/১২/২০১৯