স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : বাংলাদেশ তাতীঁ লীগের নতুন দপ্তর সম্পাদক হয়েছেন অনুকূল চন্দ্র মন্ডল। তিনি পূর্বে সংগঠনের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে অাসছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি তাতীঁ লীগের সভাপতি প্রকৌশলী মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। রোববার (০১ মার্চ) তাতীঁ লীগের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ তাতীঁ লীগ কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদকের পদটি শুন্য অবস্থায় রয়েছে। এমতাবস্থায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনুকূল চন্দ্র মন্ডলকে দপ্তর সম্পাদক করা হইলো’।
তাতীঁ লীগের নতুন দপ্তর সম্পাদক অনুকূল চন্দ্র মন্ডল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও ছাপড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ মন্ডলের পুত্র।
এদিকে অনুকূল চন্দ্র মন্ডল দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তাতীঁ লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) প্রথম নির্বাচিত জিএস জিএম হারুন অর রশিদ।
বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০