দেশে এই প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রন্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এ এস এম আলমগীর। আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত তিনজনের অবস্থা স্থিতিশীল। তাঁরা ভালো আছেন। তবে তাঁদের আইসোলেশনে থাকতে হবে।

তাই আসুন এখুনি সবাই সাবধান হই, নইলে অচিরেই এদেশে মহামারি আকার ধারন করবে।