নারায়ণগঞ্জ: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে হাজার হাজার নেতাকর্মীরা বিশাল পদযাত্রা করেছেন। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের খানপুর হাসপাতাল সড়ক থেকে এ পদযাত্রা শুরু করে বিএনপি। এর আগে দুপুর থেকেই নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জড়ো হন খানপুর এলাকায়।