বাংলাপোস্ট২৪ঃ

চুয়াডাঙ্গার অনলাইন ভিত্তিক স্বেচ্চাসেবী সংগঠন NETWORK CHUADANGA ::নেটওয়ার্ক চুয়াডাঙ্গা
প্রতিনিধিদের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয়। চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলীপ কুমার আগরওয়ালা তারা দেবী ফাউন্ডেশন এর সহযোগীতায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত মুমূর্ষ রোগিদের অক্সিজেন সেবাদানের লক্ষে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের মাঝে বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার বিতরণের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় অদ্য ০৯.০৭.২০২১ খ্রিঃ তারিখ শুক্রবার বিকেল ৫ টায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে ৫ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজ হাতে নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে ০৫(পাঁচ) টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এসময় নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন মেহেদী খান,ফাহিম ফয়সাল মল্লিক,সজল আহম্মেদ, সিয়াম ইসলাম,মোঃ জুয়েল, রাশিদুল ইসলাম রানা ও আশরাফুল ইসলাম মিল্টন। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে তার সাধ্যমত জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এসময় তিনি বলেন “অক্সিজেন সিলিন্ডারগুলি চুয়াডাঙ্গাবাসীর জীবন রক্ষার্থে ব্যবহৃত হবে।” পুলিশ সুপার চুয়াডাঙ্গা এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহব্বান জানান। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।