ইসমাইল হোসেন স্বপন :(ইতালি প্রতিনিধি 🙂

ইতালির প্রথম বাংলাদেশী মানিকানাধীন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী’র আয়োজনে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উৎসাহ প্রদানসহ মানি লন্ডারিং ও এন্ট্রি টেরিজম বিষয়ে সর্তক করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমে।
ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান হাজী মোঃ ইদ্রিস ফরাজী দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান রাখতে আহ্বান জানিয়ে বলেন, বৈধ পথে কষ্টার্জিত অর্থ প্রেরন করে প্রবাসীরা যেমন উপকৃত হবেন, তেমনি পারেন দেশের উন্নয়নে অংশীদার হতে ।


তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি টানা তৃতীয়বারের মত সেরা মানিট্রান্সফার কোম্পানী হওয়ার এ গৌরব সকল প্রবাসীদের।
এসময় প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী, পরিচালক বাবুল মোড়লসহ বিদেশী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫০জন এজেন্টকে সর্তকরন সেমিনারে অংশগ্রহণ করেন,  এতে প্রবাসীদর কষ্টার্জিত অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে যেন কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার না হয়, সেজন্য প্রশিক্ষন দেয়া হয়।
এসময় রোম এবং আশেপাশের বিভিন্ন শহর থেকে আসা এজেন্টদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাটিফিকেট এবং ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান হাজী মোঃ ইদ্রিস ফরাজীসহ অন্যান্য কর্মকর্তারা।