বাংলাপোস্ট ডেস্ক :
বাংলাদেশে বাড়ছে পরকীয়া। আর তার জেরে বাড়ছে সাংসারিক তিক্ততা। হচ্ছে একের পর এক খুন, জখম। এতে করে দীর্ঘ হচ্ছে লাশের সারি। সাম্প্রতিক সময় পরকীয়ার জের ধরে লোমহর্ষক বেশকিছু হত্যাকা- হয়েছে। কেউ কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। গত শনিবার যার সর্বশেষ বলি হন বন্দর থানাধীন নিমতলার আবু তাহের ও তার শিশুকন্যা ফাতেমা খাতুন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের মতে নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে পরকীয়ার মতো অনৈতিক সম্পর্কগুলো বাড়ছে। যার ফলে খুনের মতো জঘন্য অপরাধের দিকে পা বাড়াচ্ছে পরিবারের অতি আপনজনরা। তাই সবার উচিত ধর্মীয় ও পারিবারিক অনুশাসন মেনে চলা। চট্টগ্রাম নগরী ও জেলার কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা যায়- পারিবারিক কলহের জের ধরে যত অভিযোগ থানায় আসে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনার নেপথ্য কারণ থাকে স্বামী কিংবা স্ত্রীর পরকীয়া। এর জের ধরেই সংসারে তিক্ততা শুরু হয়। এরপর তা রক্তারক্তিতে পরিণতি লাভ করে। চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে প্রতি মাসে কয়েকশ বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়ে। যার মধ্যে বেশির ভাগই স্বামী-স্ত্রীর পরকীয়া এবং পারিবারিক কলহের কারণ উল্লেখ করে বিবাহবিচ্ছেদের আবেদন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর নগরীর বন্দর এলাকায় হাসিনা আক্তার ও তার প্রেমিক মাঈনুদ্দীনকে আপত্তিকর অবস্থায় দেখার কারণে প্রথমে শিশু ফাতেমা খাতুন পরে স্বামী আবু তাহেরকে গলা কেটে খুন করা হয়। ১৯ মার্চ পরকীয়া প্রেমের দ্বন্দ্বের জের ধরে নগরীর হালিশহর এলাকায় খুন হন লাকী আকতার নামে এক ব্যবসায়ী। ৩১ জানুয়ারি চান্দগাঁও স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ তুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোস্তাফা মোরশেদ আকাশ নামে এক চিকিৎসক। এ ঘটনার পর স্ত্রী মিতুকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ৭১৯ঘণ্টা, অক্টোবর ২১ ,২০১৯
বাংলাপোস্ট২৪ জামিল