বাংলাপোস্ট২৪:

চৌধুরী সাজু (ফরিদপুর প্রতিনিধি):

করোনাভাইরাস আতঙ্কের কারণে ফরিদপুর জেনারেল হাসপাতালে কোন চিকিৎসা সেবাই পাচ্ছেন না রোগীরা। গত পনের দিন ধরে হাসপাতালটিতে নেই কোন স্বাস্থ্যসেবা। বিভিন্ন স্থান থেকে রোগীরা হাসপাতালটিতে আসলেও তারা কোন চিকিৎসা সেবা পাচ্ছেন না। হাসপাতালের বেশির ভাগ চিকিৎসকই হাসপাতালে না থাকার কারণে চিকিৎসা সেবার সংকট চলছে বলে জানান নামপ্রকাশ না করার শর্তে হাসপাতালটি কয়েক কর্মচারী। 

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ১শ’ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী সংকট রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে হাসপাতালটিতে নেই কোন রোগী। কোন রোগীকেই হাসপাতালে ভর্তি করছে না কর্তৃপক্ষ। ফলে রোগী শূন্য রয়েছে শতাধিক শর্য্যার এ হাসপাতালটিতে। গত কয়েকদিন ধরে হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক অনুপস্থিত রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে চরম হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে রোগীরা সেবা নিতে হাসপাতালটিতে আসলেও চিকিৎসকদের চেম্বার বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রোগী ও তাদের স্বজনেরা অপেক্ষা করার পরও মিলেনি চিকিৎসকদের। এসময় অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। শহরের ভাজনডাঙ্গা থেকে চিকিৎসা সেবা নিতে এসেছিলেন আছিয়া বেগম। তিনি তার শিশু পুত্রকে নিয়ে হাসপাতালে আসলেও কোন সেবা না পেয়ে চলে যান। হাসপাতালটিতে চিকিৎসকদের দেখা না মিললেও কয়েকজন চিকিৎসকের রুমে দেখা গেছে কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি ম্যাটসের মেয়েদের। তারাই রোগীদের অভিযোগ শুনছেন। 

চিকিৎসকদের বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানান, স্যারেরা হাসপাতালেই আছেন। বাস্তবে তাদের দেখা মেলেনি।

সূত্র:বি ডি প্রতিদিন