বাংলাপোস্ট২৪ মালয়েশিয়া প্রতিনিধিঃ

ছবির এই তিনজন মিলে এক বাংলাদেশিকে রেডবল পান করিয়ে অজ্ঞান করে ৩৫০০ রিংগিত ছিনতাই করেছে।

এরা গত ১৬ তারিখ রাত সাড়ে ৯টায় ক্লাং বুকিত তিংগি AEON মলের সামনে ঘুরাফেরা করতে থাকে তখন ঐ মার্কেটে ক্লিনার হিসাবে কার্মরত মো: শাহিন নামে এক বাংলাদেশির সাথে পরিচয় হয়।
তারা শাহিনকে জানায় এই এলাকায় নতুন কাজে এসেছে তাই ভাড়া বাসা খুজতেছে। বাসা খুজতে শাহীনের সহায়তা কামনা করে বাংলাদেশি হিসাবে।
তাদের সাথে অনেকক্ষণ কথা বলার পর শাহীন বলে- বাসা খুজতে সহায়তা করবে।
এর মধ্যে তাদের একজন দোকান থেকে ৪টি রেডবল কোমল পানীয় নিয়ে আসে। তারা তিনজন তিনটি ক্যান নেয় এবং আরেকটি ক্যান খোলে শাহীনের হাতে ধরিয়ে দেয়। কিছুক্ষন পর শাহীন যখন অস্বাভাবিক অনুভব করে তখন তার সন্দেহ হয়। এরপরই মোবাইল দিয়ে তাদের ছবি তুলে। ছবি তুলেছে দেখার পর, শাহীন যখন কিছুটা অচেতনের মতো আচরণ শুরু করল তখন তারা তিনজন মিলে শাহীনের পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহীনের চিক্কার শুনে এই সময় সিকিউরিটি গার্ড এগিয়ে আসলেও তাদের ধরা যায়নি।

এর পর সিকিউরিটি গার্ডরা শাহীনকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে শাহীন ঘুমিয়ে পড়ে, তার সেই ঘুম ভাঙে ১দিন পর।
ইতিমধ্যে পুলিশ রিপোর্ট করা হয়েছে।

বাংলাপোস্ট২৪/শরিফুল (মালয়েশি)

মালয়েশিয়া সময় ১৬১০ ঘন্টা১৯ অক্টোবর২০১৯