বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১,০৩৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এ সময় মৃত্যু হয়েছে আরও ১১ জনের।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ দিনে সবচেয়ে বেশী মানুষ শনাক্ত হলেন। এ নিয়ে দেশটিতে সব মিলেয়ে ১৫, ৬৯১ জন শনাক্ত হলেন।
আর করোনাভাইরাসে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ই মার্চ।
নাসিমা সুলতানা জানান নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৭১থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন ও ২১ থেকে ৩০ বছরের একজন।
তিনি জানান বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন দেশে ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।