বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে আগামী ১৪ই এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে কিছু নির্দেশনা জারি করা হল।

মসজিদে নামাজ পড়তে যেসব শর্ত মানতে হবে:

১. মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে
মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে

২. তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন এবং খাদিমসহ সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশ নিতে পারবেন।

৩. জুম’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।