বাংলাপোস্ট২৪(মালয়েশিয়া🙂
মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দীন ইয়াসিন। শপথ নিবেন রোববার সকাল সাড়ে ১০টায়। শনিবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।
এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র। মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
এ ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটল। এর আগে মাহাথিরের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন মুহিদ্দীন ইয়াসিন।
মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন মুহিদ্দীন ইয়াসিন। ১৯৭৮ সালে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালে সাধারণ নির্বাচনের পরে তিনি বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। ২০০৯- ২০১৫ সাল পর্যন্ত তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান।
এদিকে এ ঘোষণার মধ্য দিয়ে ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা থাকল। এর আগে ২০১৮ সালে ক্ষমতাসীন পাকাতান হারাপান দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাথির মোহাম্মদ। সিদ্ধান্ত মোতাবেক দুই বছর (২০১৮-২০২০) পর গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির। আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে কোনো সুনিদির্ষ্ট তথ্য না দিয়েই পদত্যাগ করেন মাহাথির।