ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার নয়াদিল্লিতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন