বাংলাপোস্ট২৪ডেস্ক:মো:জামিরুল ইসলাম জামিল :
ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের নিয়ে ২২ মার্চ ২০২৪ শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা পেশ সহ বিভিন্ন বিষয় কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।