বাংলাপোস্ট২৪ডেস্কঃ(মোঃজামিরুলইসলাম জামিল):

আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে- মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৩: খেলাফত মজলিসের নবনির্বাচিত আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে। একমাসের মধ্যে দুইবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এক বোতল এলপি গ্যাস বিক্রি হচ্ছে ১৮০০ টাকায় যা দুই দিন আগেও ছিলো ১৪৫০ টাকা। চাল, ডাল, তেল, আটা-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা চলতে থাকলে মানুষের জন্য বেঁচে থাকা দায় হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত আমীরে মজলিস শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন না

বৈঠকে বিতর্কিত নতুন শিক্ষাক্রম বাতিল, তেল-গ্যাস-বিদ্যুতসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন-সহ চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট সমাধানের দাবীতে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ ও মিছিল এবং সারাদেশের জেলা- মহানগরী শাখা পুনর্গঠনের লক্ষ্যে সফরের কর্মসূচি গ্রহণ করা হয়।