অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের লন্ডন সিটিতে গুলিবিদ্ধ সিলেটি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মঙ্গলবার তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।মৃত যুবক হিরণ আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি সপরিবারে পূর্ব লন্ডনের নেলসন স্ট্রিটে বসবাস করতেন।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে সন্তানদের জন্য খাবার আনতে হিরণ আলী বাসা থেকে বের হন। এসময় বাসার পাশেই সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হিরণ আলীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।