বাংলাপোস্ট২৪:

গত ১২ আগস্ট(শুক্রবার)খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মজলিসে সূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন বলেন,

শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী আদর্শের ভিত্তিতে মেধাবী ছাত্রসমাজ তৈরী করছে ছাত্র মজলিস

শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র দেখে আমাদের আশাবাদি হওয়াটাও কঠিন। এ শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার ছাড়া এটি প্রকৃত শিক্ষাদান ও জ্ঞান সৃষ্টি করতে পারবে না। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নামে সিলেবাস পরিবর্তন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকেই ভঙ্গুর করে দিচ্ছে।

তিনি বলেন, মানুষের শিক্ষার শুরুটা শুরু হয় পরিবারে, তারপর কাছের কোনো স্কুলে। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, উন্নতমানের শিক্ষা দূরে থাক আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ভঙ্গুর। শুরুতেই এর ভুলগুলো খুঁজে বের করে সঠিক সমাধানে পৌঁছা দরকার। অন্যথায় জাতি অদূর ভবিষ্যতে কঠিন সমস্যার সম্মুখীন হবে।