নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারি কিংবা বেসরকারি যেকোনো পর্যায়ের শিল্প কারখানা স্থাপনে সরকার সবধরনের সহায়তা করবে। শিল্পমন্ত্রী গতকাল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কাফকোর চিফ অপারেশন্স অফিসার আজিজুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় কাফকোকে একটি এনার্জি এফিসিয়েন্ট সার কারখানা হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী এ কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আশ্বাস দেন। কাফকোর চিফ অপারেশন্স অফিসার আগামীতে কাফকোর প্রাঙ্গণে নতুন একটি এনপিকেএস সার কারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি পূর্বের মূল্যে কাফকোকে গ্যাস সরবরাহের বিষয়ে শিল্পমন্ত্রীর নিকট অনুরোধ জানান।