বাংলাপোস্ট২৪ ডেস্কঃঃ
শেখ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসা শেখ ফরিদ প্রতারণা জালিয়াতির মামলায় গতকাল বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুর ২.৩০ ঘটিকায় ঢাকা উত্তরার ১১ নং সেক্টর হতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে শেখ ফরিদ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্তীয় নামে পরিচিত। শেখ পরিবারের পরিচয় দিয়ে বিভিন্ন রকম টেন্ডার, চাদাবাজি,অবৈধ জোর দখল সহ নানা প্রকার কুকর্মের খবর পাওয়া যায়।মানুষ ভয়ে কোন প্রকার মুখ খুলতো না।একজন পরিচয় গোপন রেখে গনমাধ্যমে জানায় ঢাকায় রামপুরা বাজার ও পুরান পল্টন তার জোর পূর্বক অবৈধ দখলকৃত বেশকিছু সম্পদ রয়েছে।উপযুক্ত সাক্ষী, অভিযোগ ও প্রমানাদী না থাকায় পূর্বে পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি। কিন্তু পুলিশ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থাকায় একটা প্রতারণার অভিযোগ পেলে সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর গোপন রহস্য। ঢাকা মডেল টাউন উত্তরার ১১ নং সেক্টরে তার অফিস থেকে গ্রেফতারের সময় অভিযান চালিয়ে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ভুয়া কাগজপত্র। অনেক কোম্পানির নাম ব্যাবহার করে মানুষকে চাকরির নিয়োগ দিয়ে থাকেন এই শেখ ফরিদ। সারা দেশে তার এই রকম অনেক অফিস আছে বলে তথ্য পাওয়া গেছে এবং সারা দেশের বিভিন্ন অঞ্চলের শত শত মানুষের থেকে কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে লোকজন জানায়। ভুয়া কাগজপত্র দিয়ে নিয়োগকৃত লোক জন প্রতারিত হলে তারা সেই নিয়োগ পত্রের ভিত্তিতে মামলা করে। সারা দেখে অনেক থানায় তার নামে প্রতারণা জালিয়াতির মামলা রয়েছে বলে পুলিশ জানান।শেখ ফরিদের গ্রেফতারের সংবাদ পাওয়া মাত্র অনেক প্রতারিত ও অভিযোগকারীরা থানার সামনে এসে ভীড় জমায় ও অপরাধীর বিচার দাবি করে।পক্ষান্তরে অপরাধীর বিরুদ্ধে কঠোরভাবে আইনের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্ররশাসন।
বাংলাপোস্ট২৪/পা. সা