অনলাইন ডেস্ক :
সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর ইরাকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন মানুষ। এর মধ্যে অর্ধেক মারা গেছেন সামরিক ও সরকারি কার্যালয়ে প্রবেশের চেষ্টাকালে। তারা কর্মসংস্থান বৃদ্ধি, জনসেবার মান বৃদ্ধি ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন।
গতকাল শুক্রবার হাজার হাজার ইরাকি বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হন। এসময় তারা শহরের গ্রিন জোনের অভিমুখে মিছিল করার চেষ্টা করেন। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। ইরাকজুড়ে এ বিক্ষোভে প্রায় ২০০০ মানুষ আহত হয়েছেন। এ মাসের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারান ১৫০ জন।
বাংলাদেশ সময় :১০৩২ ঘন্টা ,২৬ অক্টোবর ১৯
বাংলাপোস্ট২৪/ জামিল