নিজস্ব প্রতিবেদক
ঢাকা : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ও দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট (ক্রাইম) মিরাজ মাহবুব ইফতির বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের সেতারা কনভেনশন সেন্টারে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
উদীয়মান ক্রাইম রিপোর্টার মিরাজ মাহবুব ইফতি মিরপুর ২ নম্বর সেকশনের বাসিন্দা সাবরিন সুলতানা রুমির সঙ্গে বিবাহ বন্ধনে অাবদ্ধ হন। তিনি রাজধানীর মিরপুরের কালশী সাংবাদিক অাবাসিক এলাকার বাসিন্দা মাহবুব অাহমেদের জৈষ্ঠ পুত্র।
সাংবাদিক ইফতির বিয়েতে অংশগ্রহণ করেন বাংলানিউজের চীফ রিপোর্টার তৌহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট অাসাদুজ্জামান শিমুল, ইকরাম উদ দৌলা, কান্ট্রি এডিটর শামীম মজুমদার, সিনিয়র অ্যাসিসটেন্ট অাউটপুট এডিটর জনি সাহা, স্টাফ করেসপন্ডেন্ট তামিম মজিদ,স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) মোয়াজ্জেম হোসেন মানিক, ইয়াসির আরাফাত রিপন, গৌতম ঘোষ, রেজাউল করিম রাজা, সোলায়মান হোসেন শাওন, নিউজ রুম এডিটর রাবেল অাহমেদ, সাইদুর রহমান সজীব ও অনিক তালুকদার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯