নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পিঠা বাঙালির জাতীয় ঐতিহ্য ও পরিচয় বহন করে। সেই ঐতিহ্য ধারণ করে ও সাস্টিয়ানদের বন্ধন সুদৃঢ় করতে
শুক্রবার (১৩ ডিসেম্বর) পিঠা উৎসবের আয়োজন করে সাস্ট ক্লাব লিমিটেড। ভিন্ন ধরনের এক শৈল্পিক আমেজ বিরাজমান ছিল এ পিঠা উৎসবে।
পিঠা উৎসব ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্র্যাজুয়েটদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেড। রাজধানীর নিকেতনে ক্লাব কার্যালয়ে পরিবার পরিজন নিয়ে পিঠা উৎসবে যোগ দেন ক্লাব সদস্যরা।
সাস্ট ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটি হরেক রকমের পিঠার অায়োজন করে। একদিকে পিঠা বানানো, অারেক দিকে খাওয়া-গান, সিনিয়র জুনিয়রদের মিলন মেলায় জমে ওঠে উৎসব।
সুন্দর এ অায়োজনের জন্য ক্লাব সদস্যরা কমিটিকে ধন্যবাদ জানান।

পিঠা উৎসব প্রাণবন্ত করে তুলেন সাস্ট ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র কবি রশিদ হারুন, খুরশিদ আলম হিটু, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. হামজা অানোয়ার। তাতে যোগ দেন ক্লাব সদস্য ফাতেমা জেরিন ফারহানা,

সৈয়দ সুলতান, মাহবুব হোসেন ও সালাউদ্দিন চৌধুরী কচিসহ সদস্যরা।
বাংলাদেশ সময় : ২২৩০ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১৯