টাইগার বোলারদের তোপের মুখে বিপর্যস্ত ক্যারিবীয় ব্যাটিং লাইন-আপ। ১৪৮ রানেই গুটিয়ে গেলো উইন্ডিজের ইনিংস।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। শুরুতেই সুনিল আমব্রিসকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। এরপর এক ওভারে মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাত। তারপর সাকিব আল হাসান আর গত ম্যাচে অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তোপে খেই হারিয়ে ফেলে ক্যারিবীয়রা।

একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৪১ রানে পাঁচ উইকেট থেকে এক পর্যায়ে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এক সময় মনে হচ্ছিলো দলীয় শতকও পার হতে পারবেনা দলটি। তবে রুভম্যান পাওয়েলের ৪১, টেলএন্ডার জোসেফের ১৭ ও আখিল হোসেনের ১২ রানে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়রা। উইন্ডিজের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সবকোর আসে অবিষিক্ত ওটলির ব্যাট থেকে। তিনি করেন ২৪ রান।

বাংলাদেশের পক্ষে ৭.৫ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মুস্তাফিজ। মেহেদি হাসান মিরাজ ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। সাকিব আল হাসান বোলিং কোটা পূরণ করে ৩০ রানে পান ২ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৯ ওভারে ৫৪ রান দিয়ে পান একটি উইকেট। তবে ৭.১ ওভার বল করেও ২০ রান দিয়ে আগের ম্যাচের মত কোন উইকেট পাননি রুবেল হোসেন।

এর আগে, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে উইন্ডিজদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, জেসন মোহাম্মদ, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, জশুয়া সিলভা, এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স, রেমন রেইফার, আকিল হোসেন, কিয়র্ন ওটলি, আলজারি জোসেফ।