অমর একুশে বইমেলা ২০২৩-এ জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক ফুলের হাসি’র স্টল আজ বিকেলে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলের হাসির উপদেষ্টা সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, জাতীয় সাংস্কৃতিক সংসদ জাসাস’র সেক্রেটারি কাজী আরিফুর রহমান, ফুলের হাসির প্রাক্তন সম্পাদক সোহাইল আহমদ, সহযোগী সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সামির সাদিক।
বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত ‘বাঙালির প্রাণের মেলা’ খ্যাত এই বই মেলায় লিটলম্যাগ চত্বর ১০৪ নং স্টলে মাস জুড়ে থাকবে ফুলের হাসি পরিবার। স্টলে ফেব্রুয়ারি সংখ্যা সহ পদর্শিত হবে পুরনো কিছু সংখ্যা।
ফুলের হাসির লেখক পাঠক ও শুভাকাঙ্খী সকলের প্রতি রইলো স্টল পরিদর্শন ও সাহিত্য আড্ডার অমন্ত্রন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ!