আগামীকাল বুধবার দেশের স্বনাম ধন্য মিউজিক প্রতিষ্টান সিডি চয়েস এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে চৌধুরী সাজু এবং আল আমিন শিকদারের গাওয়া গান অনুশোচনা।গান টি লিখেছেন এবং সুর করেছেন চৌধুরী সাজু।অসাধরন সময় উপযোগী এ গানটি মিউজিক কম্পোজ করেছেন তরুন কম্পোজার তুহিন হোসেন এবং মিক্সিং করেছেন মেধাবী আরেক তরুন আশিক মাহমুদ।আগামী কাল বেলা ৩ টার পর সিডি চয়েসের সিডিন চয়েস মিউজিক ইউটিউব চ্যানেলে দারুন দৃশ্যপটের এ গানটি দেখতে পাবেন।