বাংলাপোস্টডেস্ক :

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলীর নাম ঘোষণা করা হয়।
সারা দেশের সদস্যদের দেয়া প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো: আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।


রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড. মোস্তাাফিজুর রহমান ফয়সল, সংগঠনের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ হুজায়ফা, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর,মোঃ জামিরুল ইসলাম,অ্যাডভোকেট এনায়েত রাব্বি,এবিএম সাহিদুল ইসলাম ,শিহাব আহমেদ। বিজ্ঞপ্তি।