নিজস্ব প্রতিবেদক

ঢাকা : কবি জিএম হারুন-অর-রশীদ। তিনি লেখালেখিতে রশীদ হারুন নামেই পরিচিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র তিনি। সাহিত্য ও সংস্কৃতিমনা হারুন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই কবিতা লেখা শুরু করেন। এখন পর্যন্ত তার দু’টি কাব্যগ্রন্ত প্রকাশিত হয়েছে। আরেকটি গ্রন্থ আগামী একুশে বই মেলায় প্রকাশিত হবে।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্র্যাজুয়েটদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেড ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংস্কৃতি কর্মী, রাজনীতিবিদ ও সমাজসেবক।

তারুণ্যের কবি রশীদ হারুন অাগামী ১১ অক্টোবর বিবাহের দুই যুগে পা রাখবেন। এ উপলক্ষে ওইদিন দুপুরে রাজধানীর নিকেতনস্থ সাস্ট ক্লাব লিমিটেডের কার্যালয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। এতে বন্ধু, শুভাকাঙ্ক্ষীসহ পরিচিত সকলকে দাওয়াত দিয়েছেন কবি রশীদ হারুন। তাঁর স্ত্রী ডাঃ মাসুমা আকতার রুমা পেশায় একজন চিকিৎসক।

তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯