অনলাইনডেস্ক:

করোনা ভাইরাসে এ পর্যন্ত ২২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এর আগে গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ২২ হাজার ৭৩ জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বের স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত স্বাস্থ্য কর্মীরা কমিউনিটি এবং কর্মক্ষেত্র উভয় জায়গা থেকেই আক্রান্ত হয়েছেন তবে পরিবারের সদস্যদের থেকে বেশি স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার সময় স্বাস্থ্য কর্মীদের মাস্ক, গাউন, গ্লোভস এবং চশমা পরার ওপর জোর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেষের উহান শহরে উৎপত্তি হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের। এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮০ হাজার ১৪ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৭ জন।