প্রাণঘাতী করোনাভাইরাসে জার্মানি ও রাশিয়ায় একদিনে রেকর্ডসংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে মারা গেছেন ৫৮৫ জন এবং রাশিয়ায় ৬১৩ জন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে মৃত্যুর পাশাপাশি করোনা সংক্রমণও রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে ২৯ হাজার ৮৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।ফলে বড়দিনের সময়ও সেখানে লকডাউন কার্যকর রাখার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে জার্মান সরকার।

জার্মান অর্থমন্ত্রী বলেছেন, আমাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আগে যা পরিকল্পনা করা হয়েছিল তার চেয়েও এখন আরও বেশিকিছু করতে হবে।

এদিকে, শুক্রবার রাশিয়ার মহামারি বিষয়ক টাস্ক ফোর্স গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৬১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৯৩ জন।

এছাড়া রাশিয়া ও ইউক্রেনেও শুক্রবার রেকর্ড সংখ্যক মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে। তবে অতিরিক্ত মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে রাশিয়ার দেওয়া তথ্যে সন্দেহ রয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি।