বাংলাপোস্ট ডেস্কঃ

বাংলাদেশের সকল জেলা ও থানা পর্যায়ে ” কর্নফুলী অটো রাইস মিল “এর চাউল বাজার জাত করার লক্ষ্যে ডিপো/ ডিলার/এস আর নিয়োগ চলছে।
আগ্রহী সম্মানিত যোগ্যতা সম্পন্ন ডিপো/ডিলার/এস আর দেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কর্নফুলী অটো রাইস মিলের নিজস্ব সেলস সেন্টার এখন কুষ্টিয়াতে প্রতিষ্ঠা করা হয়েছে।

কর্নফুলী অটো রাইস মিলের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম ইমন বলেন

রসনা বিলাসী হিসাবে বাঙালির সুনাম দীর্ঘ দিনের।এই ধারাবাহিকতায় সংযোজন হলো “কর্নফুলী অটো রাইস চাউলের মান ও বাজার নিয়ন্ত্রণের জন্য যা করছি তা হলো;-

সর্বোৎকৃষ্ট মানের চাল সরবরাহ করা।
পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত পরিবেশে চাউল উৎপাদন।
সুপ্রশিক্ষিত ও দেশের অন্যতম দক্ষ কর্মচারী দ্বারা উৎপাদিত ও পরিচালিত ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন >>‌‌>>>?⬇ 01714812438

ফ্যাক্টরী ঠিকানাঃ
কর্ণফুলী অটো রাইস মিল
আইলচারা, পোড়াদহ, কুষ্টিয়া।
মোবাইলঃ01714812438

কুষ্টিয়া সেলস সেন্টার :
কর্ণফুলী অটো রাইস
মোল্লাতেঘরিয়া,কুষ্টিয়া
মোবাইলঃ 01709152578